যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করতেন তাঁরা নিজস্ব প্রতিবেদক ঢাকা ...

যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করতেন তাঁরা
গ্রেপ্তার জালাল সরদার ওরফে মাইকেল, ফজলে রাব্বি ওরফে কালা ও মো. ইমরান
গ্রেপ্তার জালাল সরদার ওরফে মাইকেল, ফজলে রাব্বি ওরফে কালা ও মো. ইমরানছবি: ডিএমপির কাছ থেকে পাওয়া

রাজধানীর গেন্ডারিয়ায় গত দুই মাসে দুই চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুটি ঘটনারই অপরাধের কৌশল এক এবং একটি নির্দিষ্ট অপরাধী চক্র এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জালাল সরদার ওরফে মাইকেল (২১), ফজলে রাব্বি ওরফে কালা (২৫) ও মো. ইমরান (৩০)।

পুলিশ বলেছে, গ্রেপ্তার জালাল যাত্রী সেজে গভীর রাতে অটোরিকশা ভাড়া করতেন। পরে সুবিধামতো নির্জন এলাকায় গিয়ে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতেন।

Post a Comment

Previous Post Next Post